মাথাভাঙ্গা অনলাইন ঃ দেশ বিদেশে বহুল আলোচিত ফেলানি হত্যা মামলা পুনঃবিচারের দাবি জানিয়েছেন তার পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে ভারত সরকারের কাছে ক্ষতিপুরনেরও দাবি জানানো হয়।
ভারতে বিএসএফের বিশেষ আদালতে অভিযুক্ত অমিয় ঘোষকে বেকসুর খালাস দেয়ায় ক্ষুব্ধ হয়ে পড়েছেন ফেলানীর বাবা-মাসহ পরিবারের সদস্যরা। ন্যায়বিচার পাওয়ার জন্য তারা বুধবার সকালে ডাকযোগে ভারতীয় হাইকমিশনারের কাছে আবেদনপত্র পাঠান। আবেদনের অনুলিপি ভারতের পশ্চিম বাংলার মানবাধিকার সুরক্ষা মঞ্চের নির্বাহী পরিচালক কিরিটি রায় এবং বাংলাদেশ আইন ও সালিশ কেন্দ্রে নির্বাহী পরিচালক সুলতানা কামালের কাছে পাঠানো হয়েছে।
সংবাদ সম্মেলনে ফেলানীর বাবা নুর ইসলাম জানান, বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসেবে আমি মনে করি আমার কন্যা হত্যাকাণ্ডে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সরাসরি জড়িত। সে কারণে এর দায় ভারত সরকার তথা ভারতীয় জনগণের। চিঠিতে হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তি ও ক্ষতিপূরণ দাবি করেছেন তিনি।