জয়পুর হাটের পাঁচবিবি সীমান্তে ভারতীয় সহ ১৯ জন আটক

 

মাথাভাঙ্গা অনলাইন ঃ জয়পুর হাটের পাঁচবিবি উপজেলার হাটখোলা সীমান্ত এলাকা থেকে ১৯ জনকে আটক করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)। বহস্পতিবার সকালে এক ভারতীয়সহ ১৯ জন বাংলাদেশী কিশোর ভারত থেকে বাংলাদেশী ভূখন্ডে অনুপ্রবেশকালে তাদের আটক করা হয়।  জয়পুরহাট-৩ বিজিবি অধিনায়ক লে. কর্নেল খশরু সাব্বির আলী জানান, বৃহস্পতিবার সকালে ওই সীমান্ত এলাকার ২৮১নম্বর মেইন পিলার সংলগ্ন এলাকা দিয়ে ভারত থেকে পাসপোর্টবিহীন অবৈধভাবে বাংলাদেশ অভ্যন্তরে কিশোররা প্রবেশ করে। এ সময় বিজিবি সদস্যরা তাদেরকে আটক করে।

আটককৃতরা বিভিন্ন সময়ে কাজের সন্ধানে ভারতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়লে তাদেরকে বালুরঘাট কিশোর অপরাধ সংশোধনাগারে রাখা হয়। সেখান থেকে বৃহস্পতিবার ভোরে তারা পালিয়ে বাংলাদেশে আসে বলে জানান ওই বিজিবি কর্মকর্তা।

আটককৃত কিশোরদের বাড়ি জয়পুরহাট, বরিশাল, দিনাজপুরসহ দেশের বিভিন্ন জেলায় এবং তাদের প্রত্যেকের বয়স ১২ থেকে ১৭ বছরের মধ্যে। আটক অপর ভারতীয় কিশোরের মা-বাবা কেউ না থাকায় বালুরঘাটের অপরাধ সশোধনাগার থেকে সেও বাংলদেশে চলে আসে। আটককৃতদের পাঁচবিবি থানায় সোপর্দ করা হয়েছে।