স্টাফ রিপোর্টার: মাধ্যমিক স্তরের ২০১৩ সালের পাঠ্যবইয়ের ভুল-ত্রুটির সংশোধন নিয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) শুদ্ধিপত্র প্রকাশ করছে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের নির্দেশে শিগগিরই এনসিটিবি শুদ্ধিপত্র প্রকাশ করা হচ্ছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। শুদ্ধিপত্র জেলা শিক্ষা কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার মাধ্যমে দেশের প্রতিটি স্কুল-মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের কাছে পৌঁছে দেয়া হবে। এছাড়া তা শিক্ষা মন্ত্রণালয় ও এনসিটিবির ওয়েবসাইটেও প্রকাশ করা হবে। শিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ জনসংযোগ কর্মকর্তা সুবোধ চন্দ্র ঢালী জানান, এনসিটিবি প্রকাশিত মাধ্যমিক স্তরের সকল পাঠ্যবইয়ের যে পৃষ্ঠার যে লাইনে যে ভুল আছে এবং তার স্থলে সংশোধনী উল্লেখ করে শুদ্ধিপত্র প্রকাশের কাজ চলছে। মন্ত্রণালয় সূত্র জানায়, এনসিটিবি এবার ১৭ বছর পর জাতীয় শিক্ষানীতির আলোকে যুগোপযোগী শিক্ষাক্রম প্রণয়ন করেছে। সে অনুযায়ী ২০১৩ সালে পরীক্ষামূলক সংস্করণের পাঠ্যবই প্রকাশ করা হয়েছে। দেশের খ্যাতনামা শিক্ষাবিদ ও বিশেষজ্ঞরা এ শিক্ষাক্রম ও পাঠ্যবই প্রণয়ন করেছেন। গতকাল বৃহস্পতিবার মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দীর্ঘদিন পর সীমাবদ্ধ সময়ে যুগোপযোগীকরণ করতে গিয়ে পাঠ্যবইয়ের কিছু ক্ষেত্রে তথ্য ও বানানগত ত্রুটি-বিচ্যুতি ঘটেছে। এনসিটিবি সেসব ভুল সংশোধন করে পাঠ্যপুস্তক পরীক্ষামূলক সংস্করণ থেকে চূড়ান্তকরণের লক্ষ্যে ছয় মাসব্যাপি শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তকের উপযোগিতা যাচাই এবং যৌক্তিক মূল্যায়ন সংক্রান্ত কর্মপরিকল্পনা বাস্তবায়নের কার্যক্রম চালাচ্ছে। পাঠ্যবইয়ের এসব ভুল সংশোধনের ক্ষেত্রে বিলম্ব ও গাফিলতিতে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।