মাথাভাঙ্গা অনলাইন ঃ কুমিল্লার চৌদ্দগ্রামে কামারুজজ্জামান (৩২) নামের এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে কুমিল্লার ঢাকা-চট্রগাম মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহত কামারুজ্জামানের বাড়ি ব্রাক্ষèনপাড়া উপজেলার বেজুড়া গ্রামে। সে মহুরিগঞ্জ হাইওয়ে পুলিশে কর্মরত ছিলেন।
মিয়া বাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহাব উদ্দিন জানান, মুহুরিগঞ্জ হাইওয়ে পুলিশ কনস্টেবল কামরুজ্জামান একটি ট্রাকে বাড়ি ফেরার সময় মহাসড়কের আমানগন্ডা কবরস্থানের সামনে চট্টগ্রামগামী একটি কাভার্ডভ্যানের সঙ্গে ধাক্কা খেয়ে নিচে পড়ে গেলে কাভার্ডভ্যানের চাপায় তার মৃত্যু হয়।
ময়নাতদন্ত করতে নিহতের মৃতদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। গাড়ি দুটি আটক করেছে পুলিশ