টিপ্পনী:

খবর: (তিন মামলাই জামিন পেলেন এমপি রনি)

 

মোটামুটি ওনার খুঁটি শক্ত আছে

সারাদেশে নানান বেশে ভক্ত আছে

ভীষণ ঠেলা রনির পেলা বুঝতে হবে

এমন নেতা হেথা সেথা খুঁজতে হবে।

 

উনি কি আর জেলে থাকেন

বাইরে আছেন নানা,

কী কারণে কোথায় কী হয়

সব মানুষের জানা।

 

কেটে যাবে যত সব

ঝামেলা ও ঝক্কি,

এইবার দেখা যাক

উনি ভালো লোক কী!

 

-আহাদ আলী মোল্লা