ভারতের রাজধানী দিল্লিতে পাশবিক নির্যাতনের শিকার মেডিকেল ছাত্রী নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় ৪ জনকে দোষী সাব্যস্ত করা হয়েছে। আগামীকাল বুধবার তাদের সাজা ঘাষণা করা হবে। অভিযুক্ত ৪ জন হলো- বিনয় শর্মা, অক্ষয় ঠাকুর, পাওয়ান গুপ্তা এবং মুকেশ সিং। তাদের সবার বয়স ১৯-৩৫ বছরের মধ্যে।
মঙ্গলবার দুপুরে ফাস্ট-ট্র্যাক কোর্ট অভিযুক্ত ৪ জনকে দোষী সাব্যস্ত করে।
গত বছর ১৬ ডিসেম্বর দিল্লির চলন্ত বাসে ৬ দুষ্কৃতকারী গণধর্ষণ আর পৈশাচিক অত্যাচারের শিকার হয়েছিলেন ২৩ বছরের প্যারামেডিক্যালের এক ছাত্রী। মৃত্যু সঙ্গে পাঞ্জা লড়ে ২৯ ডিসেম্বর ভোরে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মেয়েটি। এই ঘটনায় সারাদেশজুড়ে তীব্র প্রতিবাদ হয়। নজিরবিহীন প্রতিবাদের জেরে আইন বদলানোর প্রক্রিয়াও শুরু হয়।
এই ঘটনায় অভিযুক্ত ৬ জনের মধ্যে জেলেই মৃত্যু হয়েছে এক অভিযুক্ত রাম সিংয়ের। বাকি ৫ জনের মধ্যে নাবালক অভিযুক্তকে ৩ বছরের জন্য বিশেষ সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। মেয়েটির পরিবার দোষীদের মৃত্যুদ-ের দাবি জানিয়েছেন।