মেহেরপুর অফিস: মেহেরপুরে ভ্রাম্যমাণ আদালতে দু মাদকব্যবসায়ীকে ৬ মাস করে কারাদণ্ড দেয়া হয়েছে। গতকাল সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে মেহেরপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হুমায়ূন কবির এ আদেশ দেন।
জানা যায়, বিকেলে মেহেরপুর শহরের থানাপাড়ায় মাদকব্যবসায়ী কানু মিয়ার বাড়িতে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। ওই সময় কানু মিয়া (৪৫) ও তার সহযোগী শহরের বাগানপাড়ার কাশেম আলীকে (৪০) ১০৮ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হুমায়ূন কবির তাদের দোষি সাব্যস্ত করে প্রত্যেককে ৬ মাস করে কারাদণ্ড দেন। দণ্ডপ্রাপ্তদের ওই দিনই কারাগারে পাঠানো হয়েছে।