মাথাভাঙ্গা মনিটর: পাকিস্তানের নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন মামনুন হুসাইন। গতকাল সোমবার রাজধানী ইসলামাবাদে তাকে শপথ পাঠ করান প্রধান বিচারপতি ইফতেখার চৌধুরী। পেশায় ব্যবসায়ী ৭৩ বছর বয়সী মামনুন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিতি। শপথ নেয়ার মধ্যদিয়ে তিনি সদ্য ক্ষমতা থেকে বিদায় নেয়া প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির স্থলাভিষিক্ত হলেন। পাকিস্তানের প্রথম গণতান্ত্রিক প্রেসিডেন্ট হিসেবে পাঁচ বছরের মেয়াদ শেষ করে রোববার বিদায় নেন জারদারি। তার পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) সরকার পাকিস্তানের ইতিহাসে প্রথমবারের মতো পাঁচ বছর মেয়াদ পূরণ করার পর নির্বাচনের মধ্যদিয়ে নওয়াজ শরীফ নেতৃত্বাধীন পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) কাছে কিছুদিন আগে ক্ষমতা ছাড়ে। এরপরই ক্ষমতাসীন দলের মামনুন হুসাইনকে নতুন প্রেসিডেন্ট নির্বাচিত করে পার্লামেন্ট।