মাথাভাঙ্গা অনলাইন : চুয়াডাঙ্গা শহরের মোহাম্মদী শপিং কমপ্লেক্সের পেছনের একটি আমবাগান থেকে মিলন (২৫) নামের এক যুবকের গলাকাটা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ গাজী মো. ইব্রাহিম জানান, আজ রোববার সকাল সাতটার দিকে এলাকাবাসী মিলনের গলাকাটা মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। ঘটনাস্থল থেকে মিলনের মৃতদেহ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
মিলন চুয়াডাঙ্গা পৌর কলেজপাড়ার শরীফ উদ্দিনের ছেলে। তিনি শহরের একটি ওয়েল্ডিং কারখানায় কাজ করতেন।
শনিবার রাতে কারখানা থেকে কাজ শেষ করে আর বাড়ি ফিরে যাননি। রোববার সকালে পুলিশ তার গলাকাটা মৃতদেহ উদ্ধার করে। কে বা কারা কি কারণে মিলনকে খুন করেছে তা খতিয়ে দেখছে পুলিশ।