দর্শনা অফিস: দামুড়হুদার পারকৃষ্ণপুরে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। দর্শনা মেমনগর বিডি মাধ্যমিক বিদ্যালয়ের প্রয়াত প্রধান শিক্ষক ইলিয়াস হোসেন মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে এবং জেনারেশন অপরেশনের সহযোগিতায় এ শিক্ষা উপকরণ বিতরণ করা হয় দামুড়হুদার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের পারকৃষ্ণপুর ঈদগা মাঠে। এ লক্ষ্যে গতকাল শনিবার সকাল ১০টার দিকে অনুষ্ঠিত সভার সভাপতিত্ব করেন আইয়ুব আলীর রাজু।
প্রধান অতিথি চুয়াডাঙ্গা জেলা প্রশাসক দেলোয়ার হুসাইন বলেন, দেশ, জাতি ও চরিত্র গঠনে সুশিক্ষার কোনো বিকল্প নেই। শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নয়নের স্বর্ণ শিখরে পৌঁছাতে পারে না। তাই তৃর্ণমূল পর্যায় থেকে শিক্ষার মানোন্নয়নে শিক্ষক- অভিভাবকসহ সমাজের সকলকে এগিয়ে আসতে হবে। মনে রাখতে হবে আজকের প্রজন্ম আগামী দিনের ভবিষ্যত। সেক্ষেত্রে বর্তমান মেধাবী প্রজন্মের প্রতি যত্নশীল হয়ে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। কোমলমতি শিশুদের আন্তরে সুশিক্ষার বীজ বপন করতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- দামুড়হুদা উপজেলার নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ফরিদ হোসেন, পারকৃষ্ণপুর-মদনা ইউপি চেয়ারম্যান জাকারিয়া আলম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নুরজাহান বেগম, অপারেশন জেনারেশন প্রতিনিধি রেবারেন্ট ডেভিড মৃধা, ইলিয়াস হোসেন মেমোরিয়াল ট্রাস্টের প্রধান উদ্যোক্তা ইমতিয়াজ হোসেন। আলোচনা করেন- শিক্ষক প্রতিনিধি হারুন অর রশিদ-জুয়েল, প্রধান শিক্ষক হারুন অর রশিদ, সমাজসেবক হারুন অর রশিদ, শফিউল্লাহ প্রমুখ। শিক্ষার্থীদের মাঝে উপকরণসহ এলাকার আট গুণী শিক্ষককে সম্মাননা স্মারক এবং জেএসসি, এসএসসি ও স্নাতক পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের কৃতীস্মারক প্রদান করা হয়।