মাথাভাঙ্গা অনলাইন : চাঁদপুরে বিদ্যুৎস্পর্শে আলমগীর (২৮) ও খোকন (২৭) নামে দুই যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার দুপুরে শহরের তালতলায় বিদ্যুতের খুঁটিতে ডিশ লাইনের কাজ করতে গিয়ে বিদ্যুত স্পর্শ হলে তাদের দ্রুত চাঁদপুর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নেয় হয়।ৎ
হাসাপাতালের ডিউটি ডাক্তার রুহুল আমিন ও আবাসিক মেডিকেল অফিসার জানান, হাসপাতালে আনার আগেই তারা মারা গেছেন।
এদিকে নিহতের সহপাঠীরা অভিযোগ করেন, বিদ্যুৎস্পর্শে খুঁটি থেকে তারা পাশের পুকুরে পড়ে গেলে বিদ্যুৎ অফিসে বিদ্যুৎ বন্ধ করার জন্য বহুবার জানানো হলেও বিদ্যুৎঅফিস থেকে কোনো কর্ণপাত করা হয়নি।