মাথাভাঙ্গা মনিটর: প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশ ফিলিপাইনে ছয় মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এছাড়া, সুনামি সতর্কতার ব্যাপারেও কিছু জানাতে পারেনি কর্তৃপক্ষ। ফিলিপাইনের ভূমিকম্প জরিপ সংস্থা পিআইভিএস জানিয়েছে, স্থানীয় সময় সন্ধ্যা সাতটা ৩৩ মিনিটে বাতান দ্বীপের উয়ুগান শহরের ৪২ কিলোমিটার দক্ষিণে ভূমিকম্পটি আঘাত হানে। মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিলো ভূ-পৃষ্ঠের ১৭৮ কিলোমিটার গভীরে। বাতান দ্বীপের বেসামরিক প্রতিরক্ষা দপ্তরের প্রধান কর্মকর্তা নরমা তালোসিগ বলেন, ভূমিকম্পে এখন পর্যন্ত বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে উয়ুগান শহর ও এর আশপাশের এলাকাগুলোতে প্রায় একহাজার মানুষ বাস করে বলে জানা গেছে। উল্লেখ্য, ভূমিকম্প প্রবণ ফিলিপাইনকে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের রিং অব ফায়ার বলা হয়।