পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে

 

image_61361

মাথাভাঙ্গা অনলাইন পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল আবারও শুরু হয়েছে।  শুক্রবার সকাল থেকে রো রো ফেরি যাত্রী ও যানবাহন  পারাপার শুরু করে।
তবে কে-টাইপ ফেরিগুলো গতকাল বৃহস্পতিবার থেকেই চালু রয়েছে।
এদিকে ফেরি চলাচল শুরু হওয়ায় পারাপারের অপেক্ষায় থাকা সাধারণ যাত্রীদের দুর্ভোগ কমেছে। দুই ঘাটে যানজটও প্রায় স্বাভাবিক হয়ে আসছে।
এ ব্যাপারে ঘাট ব্যবস্থাপক মো. জিল্লুর রহমান জানান, আজ সকাল থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নদী পথে ৫টি রো রো ফেরি ও ৪টি কে টাইপ ফেরি বিরতিহীনভাবে চলছে। পারপারের অপেক্ষায় দুই ঘাটের ৪ শতাধিক গাড়ি রয়েছে । তবে ফেরি চলাচল অব্যাহত থাকলে এর সংখ্যা কমে আসবে বলেও জানান তিনি।
তিনি আরও জানান, পাটুরিয়ায় ৫টি ড্রেজার রাখা হয়েছে। কোন সমস্যা হলেই সেগুলোকে কাজে লাগানো হবে।
প্রসঙ্গত, সোমবার রাত ১০টার দিকে রো রো (বড়) ফেরি বীরশ্রেষ্ট মতিউর রহমান পাটুরিয়া ঘাট থেকে তিনটি বাস, চারটি ট্রাক ও সাতটি ছোট যানবাহন নিয়ে দৌলতদিয়া ঘাটের কাছে ডুবো চরে আটকা পড়ে। এতে নৌরুটে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়।
নৌরুটে ড্রেজিং অব্যাহত থাকায় কিছুটা নাব্য ফিরে আসায় বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে পরীক্ষামুলক রো রো ফেরি ভাষা শহীদ বরকত আটটি ট্রাক ও শাহ জালাল আটটি ট্রাক, তিনটি ছোট যানবাহন নিয়ে চলাচল শুরু করে।
পরে বৃহস্পতিবার দুপুরে আবার ডুবোচরে আটকে যায় ফেরি। ফলে যাত্রী ও যানবাহন পারাপার বন্ধ যায়।