স্টাফ রিপোর্টার: সাভারের ধামরাইয়ের সীতি গ্রামের বিলের পানিতে গোসল করতে গিয়ে চাচাতো ভাই-বোনের মৃত্যু হয়েছে। গাজিপুর কালিয়াকৈরে কলেজছাত্রের মূত্যু হয়েছে। গতকাল শুক্রবার গোসল করতে গিয় পানিতে ডুবে মূত্যু হয়। গতকাল শুক্রবার বিকেলে কুল্লা ইউনিয়নের সীতি ব্রিজ সংলগ্ন বিলে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- ধামরাই থানার কুল্লা ইউনিয়নের সীতি গ্রামের শরিফুল ইসলামের মেয়ে তৃতীয় শ্রেণির ছাত্রী ময়না আক্তার (১১) ও রমজান আলীর ছেলে রাতুল ইসলাম (৫)। এ বিষয়ে কুল্লা ইউপি কাউন্সিলর বদরউদ্দিন জানান, ময়না ও রাতুল গতকাল শুক্রবার বিকেল চারটায় সীতি ব্রিজ সংলগ্ন বিলে গোসল করতে গিয়ে একই সাথে পানিতে ডুবে যায়। প্রায় দু ঘণ্টা খোঁজাখুঁজির পর সন্ধ্যা ৬টার দিকে তাদের লাশ উদ্ধার করে এলাকাবাসী। এদিকে একই সাথে দু শিশুর মৃত্যুর ঘটনায় পুরো পরিবারে চলছে শোকের মাতম। এ বিষয়ে ধামরাই থানার ওসি আব্দুর রশিদ জানান, এ ধরনের কোনো খবর জানা নেই।