আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা থানা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নারী নির্যাতন ও সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে ৩ পলাতক আসামিকে গ্রেফতার করেছে। গতকাল তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
জানা গেছে, আলমডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে নারী নির্যাতন মামলার পলাতক আসামি হাটবোয়ালিয়া বাজারপাড়ার মৃত দাউদ শাহের ছেলে সোহেল, হোসেনপুর গ্রামের মৃত রফেজ উদ্দিনের ছেলে ফরমান আলী ও হাপানিয়া গ্রামের আজহার বিশ্বাসের ছেলে দেলোয়ার সাঈদকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শেষে চুয়াডাঙ্গা জেলহাজতে প্রেরণ করা হয়েছে।