স্টাপ রিপোর্টার: পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ডুবোচরে আটকে পড়া রো রো (বড়) ফেরি শাহ জালাল ৩০ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। নৌ-চ্যানেলের মুখে ফেরিটি আটকে থাকায় বিকল্প নৌচ্যানেলে পাঁচটি রো রো ও চারটি কে-টাইপ (ছোট) ফেরি যানবাহন পারাপার করছে। নৌরুটে নাব্য কম থাকায় রো রো ফেরিগুলো ধারণ ক্ষমতার অর্ধেক যানবাহন নিয়ে চলাচল করছে। উভয়পাড়ের ঘাটে এলাকায় ফেরি পারের অপেক্ষায় সবধরনের প্রায় ছয়শ যানবাহন আটকে পড়েছে। এরমধ্যে পাটুরিয়া ঘাটে রয়েছে দুশ ট্রাক। এতে যাত্রী ও যানবাহন শ্রমিকরা দুর্ভোগ পোয়াচ্ছেন। বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) বিদ্যুত কুমার সাহা জানান, গত বৃহস্পতিবার দুপুর একটার দিকে দৌলতদিয়া ঘাট থেকে শাহ জালাল ফেরিটি ১০টি ট্রাক, ১২টি ছোট যানবাহন নিয়ে পাটুরিয়া ঘাটে আসার পথে ডুবোচরে আটকা পড়ে। এরপর থেকে ফেরিটিকে উদ্ধারে সব রকম চেষ্টা করা হচ্ছে। ৩০ ঘণ্টা পেরিয়ে গেলেও ফেরিটি উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানান ওই কর্মকর্তা। গতকাল শুক্রবার বিকেল সাড়ে পাঁচটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ফেরিটি উদ্ধার চেষ্টা অব্যাহত ছিলো।