মাথাভাঙ্গা মনিটর: সানি লিওন। তাকে নতুন করে পরিচয় করে দেয়ার কিছু নেই। ভারতের ম্যাক্সিম ম্যাগাজিন ২০১০ সালে বিশ্বের সেরা ১০ পর্নো তারকার একজন হিসেবে নির্বাচিত করে তাকে। পর্নো ছবির ইতিহাসের অন্যতম এই ইন্দো-কানাডিয়ান তারকা সানি লিওন জিসম-২ মুভির মাধ্যমে আলোচিত হয়ে ওঠেন! সম্প্রতি তিনি এক সাক্ষাৎকারে বলেছেন, বলিউডে নিজের ক্যারিয়ার গড়বেন এবং আর কোনো পর্নো ছবিতে কাজ করবেন না। কিন্তু তিনি তার কথা রাখলেন না। জানা গেছে, সম্প্রতি তিনি আরেকটি পর্নো ছবিতে কাজ করার জন্য প্রযোজকের সাথে কথা চূড়ান্ত করেছেন। আর এ বিষয়ে জানতে চাইলে সানি এক সংবাদমাধ্যমকে জানান, এটাই আমার সর্বশেষ পর্নো ছবি। প্রযোজকের জোরাজুরিতেই কাজ করতে রাজি হয়েছি। তবে বলিউডেই আমি আমার ক্যারিয়ার গড়তে চাই। উল্লেখ্য, বলিউডের ছবি শুট আউট এট ওয়াডালা, মুভির লায়লা গান মুক্তির সাথে সাথে দর্শকের জনপ্রিয়তা পান সানি লিওন। এখন পর্যন্ত ৭০ লক্ষেরও বেশি দর্শক এ গানটি দেখেন। হিন্দি সিনেমাতে সানি লিওনের এটি ছিলো প্রথম আইটেম গান।