মাথাভাঙ্গা অনলাইন : যশোরের শার্শা উপজেলার নাভারণ বাজারে শুক্রবার সকালে ছাত্রশিবিরের মিছিলকে কেন্দ্র করে ছাত্রলীগ ও ছাত্রশিবিরের কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে আহত হয়েছে নয়জন। এ সময় দুজনকে আটক করে ঘটনাস্থল থেকে দুটি বোমা ও চারটি রামদা উদ্ধার করেছে পুলিশ।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল জলিল জানান, সকাল ১০টার দিকে নাভারণ বাজারে ছাত্রশিবিরের কর্মীরা মিছিল করার জন্য প্রস্তুতি নিচ্ছিল। এ সময় ছাত্রলীগের কর্মীরা তাদের মিছিল করতে নিষেধ করলে উভয় গ্রুপের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে উভয় গ্রুপের নয়জন আহত হয়েছে।
আহতদের নাভারণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলো আমিনুল ইসলাম, রিয়াসাদ, সোলাইমান, নয়ন হোসেন, তাসলিমা খাতুন, জাবের রেজওয়ান, জাকির হোসেন, সুফিয়ান ও শামীম।
আটক সুফিয়ান ও শামীম নাভারন হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় উভয় গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নাভারণ বাজার এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ব্যাপারে শার্শা থানায় মামলা হয়েছে