মাথাভাঙ্গা মনিটর: এবারের মরসুমে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ক্রিকেটের পিছু ছাড়ছে না বৈরী আবহাওয়া। ইংল্যান্ডের মাটিতে অ্যাশেজ সিরিজের তৃতীয় টেস্টে অসিরা জয়ের দ্বারপ্রান্তে গিয়েও বৃষ্টির কাছে হার মানলে ড্র হয়। এছাড়াও পুরো সিরিজ জুড়েই মাঝেমধ্যে ভারী বর্ষণ এসে হানা দিয়েছে দু চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে। অ্যাশেজে হারের পর টি-টোয়েন্টিতে সমতায় থেকে শেষ করা অসিরা এবার ওয়ানডে সিরিজ জয়ে দৃঢ়প্রতিজ্ঞ ছিলো। কিন্তু শুরুতেই মূষলধারে বৃষ্টিতে ভেস্তে গেল প্রথম ওয়ানডে ম্যাচ। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হওয়ার কথা ছিলো শুক্রবার। লডসে সকাল থেকেই প্রতিকূল আবহাওয়া।