আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার বিশিষ্ট সাংস্কৃতিককর্মী নাট্যকার ডা. অমল কুমার বিশ্বাসের মা বীণাপাণি বিশ্বাস মারা গেছেন। গতকাল শুক্রবার বেলা ২টার দিকে আলমডাঙ্গা ঠাকুরপাড়াস্থ নিজ বাড়িতে তিনি ইহোধাম ত্যাগ করেন। বীণাপাণি বিশ্বাস বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৬ বছর। গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টায় তার লাশ আলমডাঙ্গা মহাশ্মশানে দাহ করা হয়েছে। মৃত্যুকালে তিনি ৬ ছেলে, ৫ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুর সংবাদ পেয়ে পৌর মেয়র মীর মহিউদ্দিনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ছুটে যান। শোকসন্তপ্ত পরিবারের প্রতি আলমডাঙ্গার সাংবাদিকদের পক্ষ থেকেও সমবেদনা জানানো হয়েছে। বীণাপাণির পরিবারের পক্ষ থেকে আত্মার শান্তি কামনা করেছে।