চুয়াডাঙ্গায় কিছু অতিথি পাখির আগমন ঘটেছে
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ আওয়ামী লীগের সুসময়ে চুয়াডাঙ্গায় কিছু অতিথি পাখির আগমন ঘটেছে। যাদেরকে আপনার ও দলের দুঃসময়ে পাশে পাবেন না। আমরা এলাকার পরিক্ষীত রাজনৈতিক কর্মী। আমাদের সবসময়ই আপনাদের পাশে পাবেন।’ চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন উপরোক্ত কথাগুলো বলেছেন। তিনি গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আলমডাঙ্গা উপজেলা, পৌর ও সকল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সাথে মতবিনিময়সভায় সভাপতি হিসেবে উপস্থিত থেকে এ কথা বলেন। উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, ত্রাণ বিষয়ক সম্পাদক খুস্তার জামিল, জেলা আওয়ামী লীগের সদস্য শঙ্করচন্দ্র ইউপি চেয়ারম্যান আবদুর রহমান, জেলা আওয়ামী লীগের সদস্য নজরুল ইসলাম সোনা মিয়া, আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মজিবর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইয়াকুব হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি আবু মুসা, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, চিৎলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লেহাজ উদ্দিন, সাধারণ সম্পাদক এমদাদুল হক টুকু, খাদিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাকিম, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলু, গাংনী ইউনিয়নের আহ্বায়ক আব্দুর রাজ্জাক, যুগ্মআহ্বায়ক আবু তাহের আবু, রফিকুল ইসলাম, ভাংবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আসাবুল হক ঠাণ্ডু, সাধারণ সম্পাদক সাজিবার রহমান, হারদি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেজেক আলী, সাধারণ সম্পাদক আইনাল হক, কুমারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রানা উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, কালিদাসপুর ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক জালাল উদ্দিন, যুগ্মআহ্বায়ক শামীম, ডাউকী ইউনিয়নের আহ্বায়ক খবির উদ্দিন, যুগ্মআহ্বায়ক ডা. আনিস, বেলগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সমির কুমার কুণ্ডু, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, খাসকররা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক বেলাল হোসেন, জামজামি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাহাব উদ্দিন, নাহদাহ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্মআহ্বায়ক আব্দুল কুদ্দুস, সদস্য ইসমাইল হোসেন, আব্দুল খালেক, জেহালা ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক খায়রুল ইসলাম, যুগ্মআহ্বায়ক হেলাল উদ্দিন, বাড়াদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক মকবুল হোসেন প্রমুখ।
সভায় এমপি ছেলুন আরো বলেন, আমি সবসময় নেতাকর্মীদের সুখে-দুঃখে তাদের পাশে আছি। সারাজীবন তাদের পাশে থাকার চেষ্টা করবো। কতিপয় নেশাখোর ও ষড়যন্ত্রকারী আজ এক হয়েছে। ওদেরকে আমাদের সাংগঠনিকভাবে মোকাবেলা করতে হবে। তিনি বলেন, আমাদের মহিলা ভোটার বাড়াতে হবে। প্রত্যেক নেতাকর্মীকে মা-বোনদের বোঝাতে হবে আমাদের উন্নয়নের কথা। বিগত বিএনপি-জামায়াত সরকারের আমলে যা না হয়েছে এ সরকারের আমলে তার চেয়ে অনেক বেশি উন্নয়ন এ জেলায় হয়েছে। দলের ভেতরে ঘাপটি মেরে থাকা ষড়যন্ত্রকারীরা বিএনপি-জামায়াতের পাতানো খেলা খেলছে। সভায় সাংগঠনিক কর্মকাণ্ড গতিশীল করাসহ আগামী জাতীয় নির্বাচনের জন্য দলকে সুসংগঠিত করার বিষয়ে আলোচনা করা হয়।