আলমডাঙ্গার একটি বাড়ি একটি খামার প্রকল্পের অ্যাসোসিয়শনের সাথে এমপি ছেলুনের সৌজন্য সাক্ষাত

 

আলমডাঙ্গা ব্যরো: আলমডাঙ্গার একটি বাড়ি একটি খামার প্রকল্পের নবনির্বার্চিত অ্যাসোসিয়শনের সাথে চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন গত পরশু এক সৌজন্য সাক্ষাত করেছেন। এ সময় নবনিবার্চিত কমিটির মধ্যে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়নের সভাপতি শহিদুল ইসলাম, সম্পাদক বিএম নাহিদ, সহসভাপতি কামাল উদ্দিন, ইউনুচ আলী, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান, যুগ্মসম্পাদক জমির উদ্দিন, নির্বাহী সদস্য আশরাফুল হক, ইমদাদুল হক, মোজাম্মেল হক, লুৎফর রহমান, বজলুর রহমান, সদস্য এনামুল হক, শামসুল হক, আ. হালিম, শুকুর আলী, রাফেজা খাতুন, আনিসুর রহমান প্রমুখ। এ সময় এমপি সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন বলেন, আমি আশা করবো যারা এ কমিটিতে নিবার্চিত হয়েছেন তারা সুন্দর ও সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করবেন। দারিদ্র্যমুক্ত সমাজ গড়তে এ অ্যাসোসিয়েশন সব সময় গরিব ও দুস্থ মানুষের পাশে থাকবে।