দর্শনায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশে পুলিশের বাধা

 

দর্শনা অফিস: মন্ত্রিপরিষদে ভোটার তালিকা আইন-২০১৩ অনুমোদন ও আন্তর্জাতিক ট্রাইব্যুনালে সাজাপ্রাপ্ত জামায়াত নেতাদের ভোটার তালিকা থেকে নাম বাদ দেয়া ও জামায়াতের নিবন্ধন বাতিল, নেতাকর্মীদের ওপর হামলা-মামলার প্রতিবাদে পুলিশের বাধার মুখে দর্শনায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার বিকেলে জামায়াত-শিবির দর্শনায় বিক্ষোভ মিছিল করার চেষ্টা করলে পুলিশের বাধার মুখে তা সম্ভব হয়নি। পরে বাসস্ট্যান্ড চত্বরে বিক্ষোভ সমাবেশ হয়। পৌর জামায়াতের আমির আব্দুল কাদেরের সভাপতিত্বে বক্তব্য রাখেন- জেলা জামায়াতের আমির আনোয়ারুল হক মালিক, সেক্রেটারি ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান, সহকারী সেক্রেটারি রুহুল আমীন, জামায়াত নেতা নায়েব আলী, অ্যাড. মোসলেম উদ্দিন, ইউপি চেয়ারম্যান শরীফুল ইসলাম মিল্টন, ইউপি চেয়ারম্যান সরফরাজ উদ্দিন, জেলা শিবির নেতা বেলাল হুসাইন, জাকারিয়া, আপু প্রমুখ।