মাথাভাঙ্গা অনলাইন : নাব্য সংকটের কারণে আবারও বৃহস্পতিবার দুপুরে ডুবোচরে আটকা পড়েছে রো রো ফেরি শাহ জালাল।ফেরিটি ১০টি ট্রাক এবং ১২টি প্রাইভেটকার ও মাইক্রোবাস নিয়ে দুপুর ১টার দিকে দৌলতদিয়া থেকে ছাড়ার কিছুক্ষণ পরেই ডুবোচরে আটকা পড়ে।
এ বিষয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার পাটুরিয়া কার্যালয়ের ব্যবস্থাপক শফিকুল ইসলাম জানান, প্রচণ্ড স্রোতের কারণে ফেরিটি চ্যানেল থেকে সরে ডুবোচরে আটকা পড়েছে। উদ্ধারকারী জাহাজ দিয়ে ফেরিটি ডুবোচর থেকে সরানোর চেষ্টা করা হচ্ছে।