জীবননগর ব্যুরো: জীবননগর পৌরসভায় বয়স্ক ও প্রতিবন্ধী ভাতা’র কার্ড বিতরণ করা হয়েছে। পৌর মেয়র নোয়াব আলী গতকাল বৃহস্পতিবার দুপুরে পৌর কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে এসব ভাতা’র কার্ড বিতরণ করেন।
পৌরসভা সূত্র জানায়, সম্প্রতি জীবননগর পৌরসভা এলাকায় ৩১ জন বয়স্ক ব্যক্তি ও একজন প্রতিবন্ধীর মৃত্যু হয়। মৃত্যুজনিত কারণে পৌরসভার ওইসব ওয়ার্ডে তাদের স্থলে ভাতা দেয়ার জন্য নতুন করে বয়স্ক ব্যক্তি ও প্রতিবন্ধী নির্বাচিত করা হয়। নির্বাচিত এ সকল বয়স্ক ও প্রতিবন্ধী ব্যক্তির হাতে গতকাল বয়স্ক ও প্রতিবন্ধী ভাতা’র কার্ড তুলে দেয়া হয়। উপস্থিত ছিলেন- পৌর কাউন্সিলর শেখ জয়নাল আবেদীন, রফিকুল ইসলাম রফি, হযরত আলী, শামসুজ্জামান হান্নু, আফতাব উদ্দিন, নবী শাহ্, সংরক্ষিত ওয়ার্ডের মহিলা কাউন্সিলর মাহফুজা পারভীন বিউটি, রেখা খাতুন ও পৌর হিসাবরক্ষক আ.ন.ম মোস্তফা কামাল প্রমুখ।