ক্লাসে যাওয়ার পথে বিশ্ববিদ্যালয় ছাত্রীকে কুপিয়ে হত্যা
স্টাফ রিপোর্টার: ক্লাসে যাওয়ার পথে বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ন’টার দিকে নগরীর ব্রাউন কম্পাউন্ড এলাকায় বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্রী সাওদাকে কুপিয়ে আহত করে এক দুর্বৃত্ত। পরে বিকেল পাঁচটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয় বলে জানান বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের প্রভাষক শফিউল আলম। সাওদা বরগুনার পাথরঘাটা উপজেলার আব্দুর রাজ্জাকের মেয়ে। চিকিৎসকের পরামর্শে তাকে উন্নত চিকিৎসার জন্য দুপুর দেড়টায় হেলিকপ্টারে করে ঢাকায় নিয়ে আসা হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের দ্বিতীয় তলার ২০৪ নম্বর কক্ষে সাওদাকে ভর্তি করা হয়। বিকেল পাঁচটার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।