মেহেরপুর অফিস: মেহেরপুর পৌরসভার কাউন্সিলর ইমতিয়াজ আহম্মদের ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে গতকাল বুধবার পৌর কর্মকর্তা-কর্মচারীরা দু ঘণ্টা কলম বিরতি পালন করেছেন। গৃহীত কর্মসূচির অংশ হিসেবে সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত কলম বিরতি পালন করেন তারা। ওই সময় পৌর মেয়র মোতাচ্ছিম বিল্লাহ মতু, কাউন্সিলরবৃন্দ ও কর্মকর্তা-কর্মচারীরা আসামিদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।
উল্লেখ্য, রোববার সন্ধ্যায় পৌর কমিউনিটি সেন্টারের রেস্ট হাউজে অবস্থান কেন্দ্র করে ১ নং ওয়ার্ড কাউন্সিলর মনিরুল ইসলামের লোকজনের হামলায় কাউন্সিলর ইমতিয়াজ আহম্মেদ আহত হন। তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।