বারাদী প্রতিনিধি: মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের মোমিনপুর মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মমতাজ উদ্দীনের বাড়িতে ডাকাতি হয়েছে। এ সময় ডাকাতদল নগদ ৫২ হাজার টাকাসহ ৩ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
জানা গেছে, গতকাল বুধবার রাত ৩টার দিকে ১০/১২ জন ডাকাতদল মমতাজ উদ্দীনের বাড়িতে ঢুকে তাকে ডাকতে থাকে। প্রতিবেশী মনে করে মমতাজ উদ্দীন ঘরের দরজা খুলে দেয়। ডাকাতদল অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে আটকে রাখে। এ সময় ঘরে থাকা নগদ ১২ হাজার টাকা ও ২ ভরি সোনরা গয়না, দোতলার ভাড়াটিয়া ইসমাইল হোসেনের নগদ ৫ হাজার টাকা ও ২ ভরি সোনার গয়না, অপর ভাড়াটিয়া মিজানুর রহমানের ৩৫ হাজার টাকা ও ৮ আনা সর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে সকালে বারাদী ক্যাম্পের এএসআই মোস্তফা কামাল ঘটনাস্থল পরিদর্শন করেন।