স্টাফ রিপোর্টার: মায়ের অভিযোগের ফলে ছেলে কাজলকে পুলিশ আটক করেছে। মায়ের অভিযোগ কাজল মাদকাসক্ত। তাকে ধারালো অস্ত্র দিয়ে কেটে ফেলতে চেয়েছিলো। তবে মায়ের বিরুদ্ধে ছেলের অভিযোগ ভিন্ন রকম। বাবা বেঁচে থাকতেও মা ছোট চাচা অর্থাৎ তার দেবরের সাথে পরকীয়া আসক্ত হয়ে দ্বিতীয় বিয়ে করেছেন। লোকলজ্জার কারণে প্রতিবাদ করার কারণে মা ভিত্তিহীন অভিযোগ করেছেন।
চুয়াডাঙ্গা রেলপাড়ার আব্দুল মজিদের স্ত্রী পরকীয়া সম্পর্ক গড়ে তুলে দেবরের সাথে বিয়ে করেন। এ নিয়ে মজিদের ছেলে কাজল (২৩) প্রতিবাদ করে। এতে ক্ষিপ্ত হয়ে মা মাদকাসক্ত বলে অভিযোগ করেন ছেলের বিরুদ্ধে। এ কারণে গতরাত সাড়ে ১২টার দিকে সদর থানার এসআই মকবুল সঙ্গীয় ফোর্স নিয়ে কাজলকে আটক করে থানায় আনেন।