স্টাফ রিপোর্টার: গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে থাকার ঐশীর সাথে গতকাল বুধবার সকালে দেখা করতে যান তার চাচা মো. সায়মন। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কারাগারের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, চাচা-ভাতিজি প্রায় ১০ মিনিট কথা বলেন। গত ১৭ আগস্ট গ্রেফতার হওয়ার পর এই প্রথম কোনো স্বজন ঐশীর সাথে দেখা করলেন। গ্রেফতারের পর অপ্রাপ্তবয়স্ক বিবেচনা করে ঐশীকে প্রথমে সংশোধনাগারে রাখা হয়েছিলো। কিন্তু জন্ম সনদ অনুযায়ী তার বয়স ১৮ বছরের বেশি দেখার পর তাকে কারাগারে পাঠানো হয়। গত ১৬ আগস্ট চামেলীবাগে নিজেদের ফ্ল্যাট থেকে ঐশীর বাবা মাহফুজুর রহমান ও মা স্বপ্না বেগমের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়। স্ত্রী, দু ছেলে-মেয়ে এবং শিশু গৃহকর্মী খাদিজা খাতুন সুমীকে নিয়ে ওই বাড়িতে থাকতেন এসবি পরিদর্শক মাহফুজ। হত্যাকাণ্ডের ঘটনায় মাহফুজের ভাই মশিউর রহমান রুবেল মামলা করেন। ওই মামলায় ঐশীকে জিজ্ঞাসাবাদের পর পুলিশ জানিয়েছে, বাবা-মাকে হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে এ কিশোরী।