মাদারিপুরে হত্যা মামলায় তিনজনের ফাঁসির আদেশ

মাথাভাঙ্গা অনলাইন : মাদারিপুরের কালকিনী উপজেলার চাঞ্চল্যকর হাফিজুর রহমান হত্যা মামলায় তিনজনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার মাদারিপুর জেলা ও দায়রা জজ বিমলচন্দ্র শিকদার এ মামলার রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন নজরুল চৌকিদার (২৫), দিদার চৌকিদার (৩০) ও আবদুল মান্নান (২৮),  এর মধ্যে নজরুল জামিন পাওয়ার পর পলাতক রয়েছেন। অপর দুইজন আজ আদালতে উপস্থিত ছিলেন।
মামলা সূত্রে জানা গেছে , ২০০৬ সালের ৯ অক্টোবর কালকিনী উপজেলার পশ্চিম শিকারমঙ্গল গ্রামের হাফিজুর রহমানকে রাতের বেলা কথা বলার অজুহাতে দণ্ডপ্রাপ্ত আসামিরা বাড়ি থেকে ডেকে নিয়ে যান। নৃশংসভাবে হত্যার পর তাঁর লাশ আড়িয়াল খাঁ নদীতে ফেলে দেওয়া হয়। ঘটনার দুই দিন পর গৌরনদী থানা পুলিশ তাঁর লাশ উদ্ধার করে।
ওই ঘটনায় ১২ অক্টোবর নিহতের পিতা হাজি জয়নাল আবেদিন বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে কালকিনী থানায় একটি হত্যা হামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত শেষে ২০০৭ সালের ১৯ ফেব্রুয়ারি ওই তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ।