৭ সেপ্টেম্বর থেকে হজ্ব ফ্লাইট শুরু

 

স্টাফ রিপোর্টার: আগামী ৭ সেপ্টেম্বর শনিবার থেকে এ বছরের প্রথম হজ ফ্লাইট শুরু হচ্ছে। ৬ সেপ্টেম্বর শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর আশকোনায় হজ ক্যাম্পে হজযাত্রা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। গতকাল মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদেরকে একথা জানিয়েছেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী লে. কর্নেল (অব.) ফারুক খান। বিমানমন্ত্রী জানান, প্রায় ৯০ হাজার হজযাত্রী এ বছর হজে অংশ নেবেন। এ হজযাত্রীদের পরিবহনে বাংলাদেশ বিমানের ফ্লাইট আগামী ৭ সেপ্টেম্বর থেকে হজযাত্রী পরিবহন শুরু করবে। সৌদি এয়ারলাইন্স যাত্রী নেয়া শুরু করবে ৮ সেপ্টেম্বর থেকে। হজের ফিরতি ফ্লাইট শুরু হবে ১৯ অক্টোবর (বাংলাদেশ বিমান) এবং ২১ অক্টোবর (সৌদি এয়ারলাইন্স)। এবার প্রত্যেক হজযাত্রী দুটি ব্যাগে মোট ৪৬ কেজি মালামাল বহন করতে পারবেন বলে বিমান ও পর্যটনমন্ত্রী জানান।