মেহেরপুর অফিস: গতকাল মঙ্গলবার সেভ দি প্ল্যানেট অ্যান্ড ডিসেবিলিটি (এসপিডি) উদ্যোগে এবং সেন্টার ফর ডিজঅ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিসি) ও সিবিএম’র সহযোগিতায় মেহেরপুর সদর উপজেলার আমদহ ইউনিয়ন পরিষদ অডিটোরিয়ামে অধিকার ভিত্তিক উন্নয়নে ইউনিয়ন পরিষদের আওতায় বিভিন্ন কর্মসূচিতে প্রতিবন্ধী ব্যক্তিদের সম্পৃক্ত ও অন্তর্ভুক্তি করার জন্য চেয়ারম্যান, মেম্বার ও সচিবদের ভূমিকা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। এসপিডির প্রোগ্রাম কো-অর্ডিনেটর ওয়াজেদ আলী খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমদহ ইউপি চেয়ারম্যান আনারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন সাহেবপুর আইসি ক্যাম্প ইনচার্জ মো. গিয়াসউদ্দিন। অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন সিডিআরপি আসমা মুনমুন। মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন আশরাফপুর দাখিল মাদরাসার সুপার মাও. ইসমাইল হুসাইন, আশরাফপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াস নবী, আমদহ ইউপি সচিব শাহাদত হোসেন, ওয়ার্ড সদস্য দরুদ হোসেন, সিরাজুল ইসলাম, মেহেদী হাসান, আব্দুল কুদ্দুস, শের আলী, ফিরাতুল ইসলাম, জাহাঙ্গীর বিশ্বাস, কাবুল, আরিফা খাতুন, সোনাভানু, কোহিনুর খাতুন প্রমুখ।