মাথাভাঙ্গা মনিটর: একমাত্র ওয়ানডে ম্যাচে সফরকারী ইংল্যান্ডকে ২৭০ রানের লক্ষ্য দিয়েছে আয়ারল্যান্ড। মঙ্গলবার ডাবলিনে উইলিয়াম পোর্টারফিল্ডের শতকে ৭ উইকেট হারিয়ে ২৬৯ রান করে স্বাগতিকরা। আয়ারল্যান্ড: ২৬৯/৭ (৫০ ওভার) লিশদের বিপক্ষে এটি আয়ারল্যান্ডের দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ। অবশ্য যে কোনো দলের বিপক্ষে সেরা দলীয় সংগ্রহ একই প্রতিপক্ষের সাথে। ২০১১ সালের বিশ্বকাপে ব্যাঙ্গালুরুতে সাত উইকেটের বিনিময়ে ৩২৯ রান করেছিলো আয়ারল্যান্ড। এদিন বয়েড রানকিন ও জেমস ট্রেডওয়েলের বোলিং তোপে স্বাগতিকরা শুরুতেই বিপদে পড়লেও আইরিশ অধিনায়ক পোর্টারফিল্ড একাই ম্যাচকে টেনে নিয়েছেন। ১৩১ বলে ওয়ানডের ষষ্ঠ শতক হাঁকিয়েছেন এ ওপেনার।
জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই তিন উইকেট হারিয়ে চাপে পড়ে ইংল্যান্ড। এ চাপ কাটাতে ব্যাটিঙে আসেন ইয়ন মরগান ও রবি বোপারা। দু জনের ১৬৯ বলে ২২৬ রানের পার্টনারশিপে দলকে ছয় উইকেটে জয়লাভ নিশ্চিত করে মাঠ ছাড়েন। ইয়ন মরগান ১০৩ বলে ১২৪ ও রবি বোপারা ৭৪ বলে ১০১ রান করে অপরাজিত থাকেন।