শ্রমিকদের রক্তমাখা পোশাক নেবে না আমেরিকা: মার্কিন রাষ্ট্রদূত মজিনা

মাথাভাঙ্গা অনলাইন  : ঢাকার মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা বলেছেন, বাংলাদেশের শ্রমিকদের রক্তমাখা পোশাক আমেরিকা নেবে না। শ্রমিকদের সুনিশ্চিত অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশ আবারো জিএসপি ফিরে পেতে পারে। সোমবার সকালে ঢাকা চেম্বার অব কমার্সের হেল্প ডেক্সের উদ্বোধনী অনুষ্ঠানে মজীনা এসব কথা বলেন।

image_60701মোজেনা বলেন, রানা প্লাজা ও তাজরীন ফ্যাশনের মতো আর কোনো দুর্ঘটনার পুনরাবৃত্তি চায় না আমেরিকা।
তিনি বলেন, কর্মক্ষেত্রে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। স্বাধীন ট্রেড ইউনিয়ন করার সুযোগ দিতে হবে। আইএলও’র নিয়ম অনুযায়ী শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা করতে হবে।
চায়নাকে রিপ্লেস করে বিশ্বের ১ নম্বর ব্রান্ড হওয়ার জন্য আরএমজি সেক্টরে বিদ্যমান সমস্যা সমাধান করতে সবাইকে এক হয়ে কাজ করারও আহ্বান জানান মার্কিন রাষ্ট্রদূত।
ডিসিসিআইএর প্রেসিডেন্ট সবুর খানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বিজন কুমার বৈষা ও এফবিসিসিআই’র প্রেসিডেন্ট কাজী আকরাম উদ্দিন আহমেদ।