মাথাভাঙ্গা অনলাইন : মাগুরা শহরের ভায়না মোড়ে সোমবার সকালে যাত্রীবাহী একটি বাসের চাকায় পিষ্ট হয়ে আবদুর রহমান ফাহিম (৭) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। ঘটনার পর ক্ষুব্ধ জনতা বাসটি ভাঙচুর করে ও আড়াই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে।
নিহত ফাহিম মাগুরার শুভেচ্ছা প্রিপারেটরি স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্র। তার বাবা মাসুদুর রহমান মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া আইডিয়াল স্কুলের সহকারী শিক্ষক। তাদের বাড়ি শহরের দরিমাগুরা কারিগরপাড়া এলাকায়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল আটটার দিকে ফাহিমের দাদা আবুল হোসেন (৬০) সাইকেলে করে ফাহিমকে নিয়ে স্কুলের দিকে যাচ্ছিলেন। সোয়া আটটার দিকে বাইসাইকেলটি শহরের ভায়না মোড়ে পৌঁছালে কুষ্টিয়া থেকে ফরিদপুরগামী ভাই ভাই পরিবহনের একটি বাস এটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে সাইকেলের পেছনে বসে থাকা ফাহিম রাস্তার ওপর পড়ে যায়। এ সময় দ্রুতগতিতে চলা বাসটির চাকা ফাহিমের ওপর দিয়ে চলে গেলে সে ঘটনাস্থলে মারা যায়। ফাহিমের দাদাও এ ঘটনায় আহত হয়েছেন।