মাথাভাঙ্গা অনলাইন: নওগাঁর সাপাহার উপজেলার আদাপাড়া সীমান্ত এলাকা থেকে জুয়েল মিয়া (২৩) নামে এক বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। রবিবার রাতে তাকে ধরে নিয়ে যাওয়া হয়।
আটককৃত জুয়েল উপজেলার আদাপাড়া গ্রামের সাদেকুল ইসলামের ছেলে।
এ ব্যাপারে ৪৬ বিজিবির সিও লে. কর্নেল আনোয়ার হোসেন জানান, রবিবার গভীর রাতে আদাপাড়া সীমান্তের ২৩২ নম্বর পিলার এলাকা দিয়ে মাদক আনতে ভারতের ২শ’ গজ অভ্যন্তরে প্রবেশ করলে ৩১ রাঙ্গামাটি বিএসএফ সদস্যরা তাকে আটক করে।
এ ঘটনায় সোমবার সকাল সাড়ে ১০টায় বিজিবি ও বিএসএফ এর কোম্পানি পর্যায়ের একটি পতাকা বৈঠক হয়েছে। আটক জুয়েলকে মাদকদ্রব্য পাচার আইনে ভারতের রাঙ্গামাটি থানায় সোর্পদ করা হয়েছে বলে তিনি জানান।