মাথাভাঙ্গা মনিটর: সম্প্রতি ভিয়েতনাম সরকার তথ্যপ্রযুক্তি নিয়ে বিতর্কিত একটি আইন পাস করেছে। এ আইন অনুযায়ী দেশটির ইন্টারনেট ব্যবহারকারীরা সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে সমসাময়িক ঘটনাপ্রবাহ বা সংবাদ নিয়ে কোনোরকম আলোচনা করতে পারবেন না। সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে শুধু ব্যক্তিগত বিষয় ছাড়া আর কিছু আলোচনা করা যাবে না বলে ডিক্রি জারি করেছে দেশটির সরকার। ভিয়েতনামে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা তিন কোটি।
ভিয়েতনামের আইসিটি আইন অনুযায়ী, বিদেশি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোকে স্থানীয় সার্ভার ভিয়েতনামের ভেতরে রাখতে হবে। এছাড়াও টুইটার ও ফেসবুকে কোনো সমসাময়িক ঘটনা নিয়ে আলোচনা করা যাবে না। সরকারের বিরোধিতা করে বা জাতীয় নিরাপত্তার ক্ষতি হয় এমন কিছু সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে লেখা যাবে না। এ ডিক্রি জারি করায় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান ও যুক্তরাষ্ট্র সরকার ভিয়েতনাম সরকারের সমালোচনা করেছে। ভিয়েতনাম কম্যুনিস্ট রাষ্ট্র হিসেবে মিডিয়ার ওপর সব ধরনের নিয়ন্ত্রণ আরোপ করে থাকে।