দামুড়হুদায় আন্তঃলোকনাথপুর ফুটবল টুর্নামেন্টে জাগরণী সংসদ জয়ী

 

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় আন্তঃলোকনাথপুর ফুটবল টুর্নামেন্টের ২য় সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার বিকেল ৪টায় লোকনাথপুর ফুটবলমাঠে বাজার কমিটির আয়োজনে  জাগরণী সংসদ ও হোয়াইট হাউজ ফুটবল একাদশের মধ্যে টুর্নামেন্টের ২য় সেমিফাইনাল অনুষ্ঠিত হয়। খেলায় জাগরণী সংসদ ৫-১ গোলে হোয়াইট হাউজ ফুটবল একাদশকে হারিয়ে ফাইনালে উত্তীর্ণ হয়। খেলা পরিচালনা করেন আব্দুল হাকিম, বাবু ও জামাল। ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আমিন উদ্দিন বেল্টু, সাধারণ সম্পাদক মহিদুল হক সেন্টু, লোকনাথপুর সহশিক্ষা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জিল্লুর রহমান খোকন খেলাটি উপভোগ করেন। আগামী বুধবার একইমাঠে বিকেল সাড়ি ৩টায় ডিজে সেন্টু ফুটবল একাদশ ও জাগরণী চক্রের মধ্যে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।