মাথাভাঙ্গা অনলাইন : যশোরের বেনাপোল পোর্ট থানা এলাকার পাঁচুয়া নামক বাওড়ে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে তিন জেলের মৃত্যু হয়েছে। এছাড়া বজ্রপাতে আহত হয়েছেন আরও ৪/৫ জেলে।
রোববার দুপুর পৌনে ৩টার দিকে এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
বাওড়ের ইজারাদার কাজীম উদ্দিন জানান, দুপুর ১টার পর থেকে পাঁচুয়া এলাকায় তুমুল বৃষ্টিপাত শুরু হয়। এর মধ্যে এলাকার একদল জেলে মাছ ধরতে আসে। পৌনে ৩টার দিকে হঠাৎস বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিন জেলে মারা যান এবং ৪/৫ জন আহত হন।তিনি আরও জানান, ঘটনার সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়েছে। তবে তারা এখনো এসে পৌঁছেনি।