মাথাভাঙ্গা অনলাইন: জেলা শহরের রায় পুকুর থেকে উদ্ধার করা হয়েছে ৩ দিন আগে নিখোঁজ হওয়া এক স্কুলছাত্রের লাশ। নিহত ছাত্রের নাম সাদমান সাকিব প্রিন্স। সে পিরোজপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের দশম শ্রেণীর ছাত্র ছিল। তার বাড়ি শহরের গোডাউন রোডে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সকালে পিরোজপুর শহরের সিআইপাড়ার রায় পুকুরে এক মহিলা পানি আনতে গেলে প্রিন্সের লাশ ভাসতে দেখেন। পরে লোকজন এসে থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
প্রিন্সের পরিবার জানায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে সে শহরের গোডাউন রোডের বাসা থেকে বের হয়ে আর ফিরেনি। অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান পাওয়া যায়নি।
পিরোজপুর সদর থানার ওসি আব্দুর রাজ্জাক মোল্লা জানান, লাশ উদ্ধার করা হয়েছে। তবে তদন্ত ছাড়া কোনো মন্তব্য করা সম্ভব না।