নজরুল ইসলাম: চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের আকন্দবাড়িয়া আবাসনে বৃক্ষরোপণ ও হিজলগাড়ি মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল আমিন। গতকাল রোববার সকাল ৯টার দিকে তিনি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ গোলাম শহীদ, ফরেস্টার আবু সাঈদ, সদর উপজেলা সার্ভেয়ার (ভূমি) ইকতিয়ার উদ্দিনসহ আবাসনের নেতৃবৃন্দ। একই দিন দুপুরে দিকে নির্বাহী অফিসার হিজলগাড়ি মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শনে যান। এ সময় তিনি বিদ্যালয়টি ঘুরে দেখেন। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম এবং সহকারী প্রধান শিক্ষক আলী হোসেন বিদ্যালয়ের বিভিন্ন সফলতার দিকটি উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করেন।