মাথাভাঙ্গা অনলাইন: রাজধানীর খিলগাঁওয়ে বিদেশী পিস্তলসহ রাজন (২৮) নামের একজনকে আটক করেছে র্যাাব।
র্যা ব-৩ এর মেজর মো. আহসান নতুন বার্তা ডটকমকে বলেন, “শনিবার রাতে খিলগাঁওয়ের পূর্বনন্দীপাড়া থেকে রাজনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি অবৈধ বিদেশী পিস্তল, দু’টি গুলি, সিমসহ একটি মোবাইল সেট উদ্ধার করা হয়।”
আজ তাকে আদালতে হাজির করা হবে।