জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলা উথলীতে বিএনপির জনসভা শেষে বাড়ি ফেরার পথে আলমসাধু দুর্ঘটনায় ৫ বিএনপি নেতাকর্মী আহত হয়েছে। আহতদের জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এর মধ্যে ১ জনের অবস্থা আশঙ্কাজনক। তাকে যশোর হাসপাতালে রেফার করা হয়েছে। দুর্ঘটনাটি ঘটেছে গতকাল রোববার সন্ধ্যায়।
জানা গেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উথলী কলেজ মাঠে জনসভার আয়োজন করা হয়। জনসভা থেকে আলমসাধুযোগে বাড়ি ফেরার পথে আলমসাধুর চাকা বাস্ট হলে এর চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। দুর্ঘটনায় কমপক্ষে ৫ জন আহত হয়েছে। এদের মধ্যে মনোহরপুরের আব্দুর রহমানের ছেলে মনিরুল ইসলামকে (৩০) আশঙ্কাজনক অবস্থায় যশোর হাসপাতালে রেফার করা হয়েছে।