দামুড়হুদা অফিস: পল্লি বিদ্যুতের লোডশেডিঙের রোষানলে জীবন অতিষ্ঠ। দামুড়হুদা বাজারের ইলেকট্রিশিয়ান ব্যবসায়ী মৃত সুবুর আলীর ছেলে মোহাম্মদ আলী গতকাল বিকেলে এ উক্তিটি করেন। তারপর বলেন, সকালে দোকান খুলে বিদ্যুত পায়নি, ডুমুরের ফুল আসলেন দুপুর ১টায়, কিছুক্ষণ পর আবার গেলেন। কখন আসবেন কেউ জানেন না। দামুড়হুদার পল্লি বিদ্যুত অফিসে ফোন করলে, লাটসাহেবদের মতো ফোন ধরেন না। বিদ্যুতের অভাবে সারাদিন একটি কাজও করতে পারেনি। সেইসাথে ভাদ্রের তাল পাকানো গরম, সবমিলিয়ে জীবন অতিষ্ঠ।