টিপ্পনী:

খবর: (কালীগঞ্জে নতুন দামে মিলছে না সার)

 

নতুন দামে সার মেলে না জানি

চারিদিকে শুনছি কানাকানি

সব চলে যায় মহাজনের পেটে

আমার কেবল সার হয়ে যায় খেটে।

 

ব্যবসায়ী আর ডিলারে খায় লুটে

নগদ পেলে খাদকরা যায় জুটে

বোঝা ওঠে সকল চাষির ঘাড়ে

সরকারি দল শুধুই গলা ফাড়ে।

 

বাড়ে কখন কমে কখন দাম

চাষির ঘাড়ে জমে খালি ঘাম

আমার চোখে লোনা পানির ঢল

জানি না ছাই আসব কবে ঢ‡j

 

-আহাদ আলী মোল্লা