গাংনী প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলার মাইলমারী গ্রাম থেকে বোমা তৈরির ১৮০ গ্রাম গান পাউডার ও একটি এলজি সাটারগানসহ আখতারুল ইসলাম (৪০) নামের একজনকে আটক করেছে র্যাব। শুক্রবার মধ্যরাতে র্যাব-৬ গাংনী ক্যাম্পের একটি বিশেষ অভিযান দল মাইলমারী গ্রামের আখতারুল ইসলামের বাড়ি থেকে এগুলো উদ্ধার করে। আখতারুজ্জামান মাইলমারী গ্রামের মৃত রবিউল বিশ্বাসের ছেলে।
র্যাব-৬ গাংনী ক্যাম্প কমান্ডার তারেক জুবায়ের জানিয়েছেন, চোরচালানিরা ভারত থেকে এগুলো সংগ্রহ করে বিক্রির উদ্দেশে রেখেছিলো। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আখতারুলকে গ্রেফতার করা হয়। সে একজন অস্ত্র ও গোলাবারুদ ব্যবসায়ী।