বাজার গোপালপুর প্রতিনিধি: কোটচাঁদপুরের রুদ্রপুরের নুরুল ইসলামকে গ্রেফতার করেছে ঝিনাইদহ বাজারগোপালপুর ফাঁড়ি পুলিশ। গতকাল সন্ধ্যায় বাজারগোপালপুরের একটি কাপুড়ের দোকান থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ বলেছে, রুদ্রপুরের বিলকিস নামের এক নারীকে জবাই করে খুন মামলার আসামি নূরুল ইসলাম (৪৫)। তিনি মৃত আনহার মণ্ডলের ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে বাজারগোপালপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে গ্রেফতার করেন। গতরাতেই গ্রেফতারকৃতকে সংশ্লিষ্ট থানায় নেয়ার প্রক্রিয়া করা হয়।