মেহেরপুর আশরাফপুর গোল্ডকাপ ফুটবলে বাগোয়ান একাদশ জয়ী

 

মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলার আমদাহ ইউপির আশরাফপুর স্কুলমাঠে অনুষ্ঠিত আশরাফপুর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের খেলায় মুজিবনগর উপজেলার বাগোয়ান একাদশ গাংনী উপজেলার সাহারবাটি একাদশকে ৫-০ গোলে পরাজিত করে। গতকাল শনিবার অনুষ্ঠিত খেলার প্রথমার্ধে বাগোয়ান একাদশ ৩টি গোল করে এগিয়ে থাকে। বিরতির পর খেলতে নেমে সাহারবাটি একাদশ কয়েকবার গোলের সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেনি। খেলার শেষভাগে বাগোয়ান একাদশ আরও দুটি গোল করে সাহারবাটি একাদশকে পরাজিত করে।