মাথাভাঙ্গা অনলাইন : দীর্ঘ ৯ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে ডুবোচরে আটকে পড়া শাহজালাল (র.) নামে একটি ফেরি উদ্ধার কাজ শেষ হলে ফেরি চলাচল স্বাভাবিক হয়। বর্তমানে এই রুটে চলাচলকারী ১২টি ফেরিই চলাচল শুরু করেছে বলে দৌলতদিয়া ঘাট সূত্রে জানা গেছে।
এর আগে নাব্য সংকটে শুক্রবার রাত সাড়ে ১২টা থেকে এই রুটে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। রাত সাড়ে ১২টার দিকে দৌলতদিয়া চ্যানেলে শাহজালাল (র.) ফেরি ডুবোচরে আটকে গেলে এই রুটে ফেরি চলাচলে অচলাবস্থার সৃষ্টি হয়। এরপর দুটি উদ্ধারকারী নৌযান দিয়ে ফেরিটির উদ্ধার কাজ শুরু করা হয়।
এদিকে দীর্ঘ ৯ ঘণ্টা ফেরি চলাচলে অচলাবস্থা থাকায় নদীর উভয়ঘাটে প্রায় ৩ কিলোমিটার এলাকা যানজটের সৃষ্টি হয়। তবে সকাল সাড়ে ৯টার পর থেকে যানজট কমতে শুরু করেছে।